সকাল নারায়ণগঞ্জ
দিল্লি মেডেন্টা হাসপাতালে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর হাসপাতালে শুয়েই দেশবাসীর উদ্দেশ্যে দোয়া কামনা করেছেন তিনি।
দোয়া কামনা করে তিনি বলেন, আমি যাতে আবার সবার মাঝে বিচরন করতে পাড়ি, আবার মানুষের খেদমত করতে পাড়ি, আমি যাতে দ্বীনের খেদমত করতে পাড়ি, জনতার খেদমত করতে পাড়ি এবং যাতে মানুষের খেদমতে আমার বাকি জিন্দেগীটা কাজে লাগাতে পাড়ি, সেজন্য সবার কাছে দোয়া চাই।