সকাল নারায়ণগঞ্জ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খানপুর বৌবাজার এলাকায় মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে খন্দকার ফাউন্ডেশনের সহযোগিতায় এই মাস্ক বিতরণ করা হয়। এসময় পথচারী, বাজার করতে আসা মানুষ ও সাধারণ মানুষের মাঝে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাস্ক পরিয়ে দেন শকু।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটা বাড়ার সাথে সাথেই গত মাসের আঠারো তারিখ থেকে আমরা মাস্ক বিতরণ করে যাচ্ছি। গতকাল শহীদ জিয়া হলের সামনে টিকা কেন্দ্র উদ্বোধন করেছিলেন ডিসি ও মেয়র।
আমরা সেখানে প্রায় পাঁচশ লোকের মাঝে মাস্ক বিতরণ করেছি পাশাপাশি পথচারীদের মাস্ক দিয়েছি। আজ খানপুর বৌবাজার এলাকায় মাস্ক বিতরণ করলাম। আপনারা জানেন খন্দকার ফাউন্ডেশন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সহযোগিতা করছেন। আমি খন্দকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগীতার কারণে আমরা আরও উজ্জীবিত।