স্টাফ রিপোর্টার (আশিক): সপ্তাহ ব্যাপি কার্যক্রমের সপ্তম দিনে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় রিকশাচালক, বাসচালক ও যাত্রী, ফুটপাতের হকার, ফলের দোকানদার ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ৭ম ও শেষ দিনে খন্দকার ফাউন্ডেশনের সহযোগিতায় সহস্রাধিক মাস্ক বিতরণ করেন কাউন্সিলর শকু।
মাস্ক বিতরণকালে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমি গত ৭ দিন ধরে একটানা মাস্ক বিতরণ করে যাচ্ছি। আপনারা জানেন ওমিক্রনে প্রতিদিন সংক্রমন বাড়ছে। আমাদের সচেতনতার এখনো অনেক অভাব। বুধবার করোনা হাসপাতালে মাস্ক বিতরনকালে দেখেছি মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব। আজকেও দেখলাম বেশীরভাগ মানুষের মুখে মাস্ক নেই। অথচ মাস্কই আমাদের প্রধান প্রতিষেধক। অনেকে মনে করেন করোনার টিকা নিলে করোনা আক্রান্ত হবেনা অথচ এটা সঠিক নয়। কারণ করোনার টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু টিকা নিলেও তার করোনা হতে পারে। আপনারা জানেন করোনা মহামারি প্রকট আকার ধারণ করায় গত দুই বছরে আমার নেতৃত্বে টিম কুইক রেসপন্স করোনা হাসপাতাল ও এলাকায় কাজ করেছে। এবারও আমার টিম রেডি রয়েছে। আমি গত ১৮ জানুয়ারী থেকে ৭ দিন মাস্ক বিতরণ করেছি।জনসচেতনতা বাড়াতে প্রয়োজনে আরো করবো। জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি ও যেসব সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত দুই বছরে করোনাযোদ্ধা কাউন্সিলর শকু ও তার টিম কুইক রেসপন্স করোনা হাসপাতালসহ করোনা আক্রান্তদের সেবা ও মরদেহ দাফনের মাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন। ১৬ জানুয়ারী চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার দুদিন পরেই তিনি করোনা প্রতিরোধে জনসচেতনতায় নেমে প্রশংসিত হয়েছেন।