স্টাফ রিপোর্টার (আশিক): সামাজিক দূরত্ব বজায় রেখে বন্দর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর থানা অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম।
তিনি বলেন, করোনা সংক্রমনে অনেকেই আক্রান্ত হচ্ছে এর কারণ হচ্ছে অসচেতনতা। অসচেতন থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। দয়া করে মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না। সমাজ বিনির্মাণে জনসচেতনতার কোন বিকল্প নাই। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দেয়া আছে। মাদকের বিরোদ্ধে আমরা সকলেই সোচ্চার হই। মাদককে আমরা না বলি। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদক ব্যবসার সাথে যে দলেরই লোক সম্পৃক্ত থাকুক সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। কোন আপস চলবেনা। আমরা আশ্বস্ত করতে চাই সঠিক তথ্য পেলে মাদকের বিরোদ্ধে আমাদের পুলিশী অভিযান চলমান থাকবে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহসীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানার সেকেন্ড অফিসার মো. মোদাচ্ছের, নাসিক ২১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহীন মিয়া, সোনাকান্দা এলাকার সমাজ সেবক মোঃশহিদ মিয়া প্রমুখ।