স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) তৃতীয় নির্বাচনে ১২ নং ওয়ার্ডে চতুর্থবারের মতো কাউন্সিলর পদে জয়ী হয়েছেন শওকত হাসেম শকু। জয়ী হওয়ার পর থেকেই শওকত হাসেম শকু বিভিন্ন জনের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একের পর এক সংগঠন কিংবা গণ্যমান্য বক্তিরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাকে।
গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন শওকত হাসেম শকু। এবারের নির্বাচনে তার প্রতিক হয় লাটিম। আর এই নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বীতায় নামেন। সেই সাথে সকলেই নানা প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি দেয় সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীকে।
কিন্তু প্রকৃতপক্ষে ওয়ার্ডবাসী তাদের কথা কর্ণপাত করেনি। তারা সকলেই বেছে নেয় শওকত হাসেম শকুকে। ফলে বিপুল ভোটে জয় পান তিনি। আর এই জয়ের পর কাউন্সিলর শকুর কার্যালয় বাসা সব জায়গাতেই ফুলের ছড়াছড়ি চলছে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ফুল নিয়ে হাজির হচ্ছে মানুষজন।
শুক্রবার (২২ জানুয়ারি) খানপুর মেইনরোড এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জানা যায়, এর আগে তিনবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকাবাসীর স্বার্থে নানা কাজ করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। বিশেষ করে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই দিন রাত পরিশ্রম করেছেন তিনি।