স্টাফ রিপোর্টার (আশিক): করোনা মহামারীকালীন সময়ে নারায়ণগঞ্জের আলোচিত দুই করোনা যোদ্ধা কাউন্সিলর শওকত হাসেম শকু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বুস্টার ডোজের টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে এ টিকা নেন পুনরায় নবনির্বাচিত এই দুই কাউন্সিলর। তারা দুজনেই দেশে করোনা সংক্রামণ শুরু হবার পর আক্রান্তদের সেবায় এগিয়ে এসে এবং করোনায় মৃতদের দাফন/সৎকার করে দেশব্যাপী আলোচনায় আসেন।
বুস্টার ডোজ নেয়ার পর কাউন্সিলর শকু ও খোরশেদ জানান, করোনা সংক্রামণ আবারো বাড়ছে। আমাদেরকে সতর্ক ও সচেতন হতে হবে। সবাই টিকা/বুস্টার ডোজ নিন। আর একটি প্রাণও করোনায় ঝরে যাক আমরা চাইনা।