স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন বলেছেন, চুরি ছিনতাইয়ের ঘটনা শুধু বন্দরে না সারা দেশে হচ্ছে। ইতোপূর্বে বন্দর থানা পুলিশ এক অটো ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে। সে সাথে ছিনতাইকৃত অটো গাড়িটিও উদ্ধার করা হয়েছে। বন্দরে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে সিসি ক্যামেরা বসানো হলে চুরি ও ছিনতাইয়ের ঘটনা কমে আসবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানা মিলনায়তনে ওপেন হাউডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এএসপি শেখ বিল্লাল হোসেন বলেন, সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা দেখেছেন। ওই নির্বাচনে কাউকে সিল মারতে দেওয়া হয়নি। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনও এর ব্যাতিক্রম হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন হবে শতভাগ অবাধ ও নিরপেক্ষ। নাসিক নির্বাচনে কাউকে সিল মারতে দেওয়া হবে না।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিনের সভাপতিত্বে ও ধামগড় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এমদাদুল হাসানের সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ, বন্দর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল সালাম, মদনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার খলিল, বুরুন্দী এলাকার সমাজ সেবক ও ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. সুমন প্রমুখ। ওপেন হাউডে সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিশুক, সোনাকান্দা এলাকার সমাজ সেবক তালেব প্রমূখ।