সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের সভাপতিত্ব ও উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান নাঃগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কাউন্সিলর পদপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দয়া করে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। যারা কিশোর গ্যাং দিয়ে, সন্ত্রাসী দিয়ে নির্বাচনে জেতার চিন্তা করছেন তাদের স্থান হবে জেলহাজতে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আপনারা ১০০% চিন্তামুক্ত থাকেন।
তিনি নারী কাউন্সিলর পদপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন মায়ের জাত। নির্বাচনে কোনোরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অনেক সময় যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের আশেপাশে কিছু লোক থাকে যাদের কাজই হচ্ছে আরেকজনের নামে প্যাঁচ লাগানো। দয়া করে আপনারা এইসব প্যাঁচে কান দিবেন না। আপনারা যারা কাউন্সিলর প্রার্থী আছেন দয়া করে নিজেদের মর্যাদা নষ্ট করবেন। সর্বশেষ তিনি নাসিক নির্বাচনকে সুন্দর করতে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, আব্দুর রহিম মেম্বার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল হক রাজু ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলুল হক জুয়েল, নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌস নীলা, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু প্রমুখ।