সকাল নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন- ২০২১ এ ১৩নং ওয়ার্ড হতে জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই তবে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটিকে আধুনিক ও মানসম্পূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে বলেন নাসিক ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৩নং ওয়ার্ডস্থ খানপুর কুমুদ্দিনি বাগান এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়েজ উল্লাহ ফয়েজ আরও বলেন, আপনারা বিগত সময়ে দেখেছেন এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নানা বিষয়ে বিতর্কিত হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার ফলে জনসাধারণের আশানুরূপ উন্নয়ন করতে ব্যার্থ্য হয়েছেন। তিনি এই ওয়ার্ডের মানুষের বিভিন্ন সাহায্য সহায়তা করতে পারে নাই। অপরদিকে সমাজ সেবার মাধ্যমে আমি রাজনীতি করি। আর এই সমাজের মানুষের সেবার মাধ্যমে চিরকাল বেঁচে থাকতে চাই। ১৩নং ওয়ার্ডকে ময়লা- আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিবর্তন করবো যদি মানুষ আমাকে ভোটের মাধ্যমে মনোনীত করে। করোনা কালিন সময়ের গরীব দুঃখী মানুষের পাশে সাহায্য ও সহযোগীতা নিয়ে আমি পাশে ছিলাম আর ভবিষ্যতে থাকবো। ১৩নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। এই ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কাজ করতে একটি বার আমাকে জনগণ রায় দিন। আপনাদের দোয়া ও এলাকাবাসীর সহযোগীতা নিয়ে সাধারণ মানুষের জন্য এই ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে চাই। আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নাসিক ১৩নং ওয়ার্ডকে আধুনিক ও মানসম্পূর্ণ মডেল ওয়ার্ড গঠনে জনগণের সুচিন্তিত মতামত ভোটের মাধ্যমে আমাকে দিন, আমি পূর্বের চেয়ে ভালো করার চেষ্টা করবো। (ইনশাআল্লাহ )
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন,সাবেক জাতীয় পার্টি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বাদশা, জেলা প্রেস মালিক সমিতির সভাপতি শাহাদাৎ বাবু, সাধারণ সম্পাদক কামরুল হাসান দর্পণ, রোটারিয়ান মোঃ মোক্তার, সমাজ সেবক মনা, সমাজ সেবক কাজল, সমাজ সেবক নজরুল দেওয়ান প্রমুখ।
উঠান বৈঠক শেষে শীতার্ত প্রায় ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।