সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
তখন দুপুর দুইটা। মধ্যাহ্নভোজের উত্তম সময়। চাষাড়া জিয়া হলের প্রবেশদ্বারে খালি জায়গায় দুইটি চেয়ারের সাড়িতে নারী পুরুষ শিশুরা বসে আছে।
সবার হাতে খাবারের প্লেট। ভাত, ভর্তা, সবজি,ডাল।
চারিদিকটা একদম শুনশান।
পাশেই দেখা গেল কিছু উঠতি বয়সি একদল উদ্যোমি কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের। তারা খাবার-দাবারের আয়োজন নিয়ে ব্যস্ত।
জানা গেল তারা মুক্ত তরী নামের সংগঠনের সদস্য।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জয় দত্তের সাথে কথা হলে তিনি জানান,অসহায় নিম্ব আয়ের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস মুক্ত তরী সংগঠনের মাধ্যমে ৫ টাকার বিনিময় এক বেলা পেট ভরে ভাত বা বরপেট ভাত খাওয়ার আয়োজন করা।
মুক্ত তরী সংগঠনটি তিনটি জেলায় একযোগে কাজ করছে।
সেখানে ১শ’র বেশি সক্রিয় সদস্য রয়েছেন।
নারায়ণগঞ্জে ৬০’র অধিক সদস্য রয়েছে।
জয় দত্ত বলেন, প্রথম দশদিন আমরা আমাদের সামর্থ্য নিয়ে কর্মসূচি নিয়েছিলাম।
কিন্তু এখন ২১ দিন ধরে চলছে। আসলে অনেকেই আমাদেরকে সহযোগিতা করছে।
যদি এই সহযোগিতা অব্যাহত থাকে তাহলে আমাদের পাঁচ টাকার বিনিময় পেট ভরে একবেলা খাবার এর কার্যক্রম অব্যাহত থাকবে।
গত ২০ জুন রবিবারের কর্মদিবসে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য স্বরূপ, চাঁদনী, পুষ্পিতা,উদয়, অনিক, সাদিয়া, আশা মনি, প্রথী, রাতুল, জয় সাহা, অমিত, রনি, মনি।
উল্লেখ্য গত ৬ জুন সংগঠনটি নাঃগন্জ সদর থানা পুলিশি বাধার সম্মুখীন হয়। ৭ জুন নানয়ন বন্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে। নারায়ণগঞ্জের পত্রিকা, অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সংগঠনটির এখন কার্যক্রম চলছে।