স্টাফ রিপোর্টার (আশিক): রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন নামিদামি ব্রান্ডের গুরুত্বপূর্ন ঔষধ এর নকল মোড়ক ও প্যাকেট তৈরি কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১১ লক্ষ টাকা জরিমানা।
গত রোববার (২৩ মে) বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন নামিদামি ব্রান্ডের গুরুত্বপূর্ন ঔষধ এর নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টাপ্রাইজ কোম্পানীকে ১০ লক্ষ টাকা ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানীকে ০১ লাখ টাকা করে মোট ১১(এগার) লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার ৭০(সত্তর) টি ডাইস জব্দ করা হয়।