সকাল নারায়নগঞ্জঃ দীর্ঘ ১৬ বছর পর সদর থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) দুপুরে আলীরেটক ইউনিয়নের ডিক্রীরচর মাঠে এসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা ভোটে সকলের সম্মতিক্রমে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাজির মাদবর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন’র নাম ঘোষণা করা হয়।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের স্থান নাই। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন আর জাতির পিতার কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। একমাত্র দেশরতœ শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ থাকবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। লক্ষ্য রাখবেন কোনো হাইব্রিডরা যাতে দলে প্রবেশ করতে না পারে।
সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, বক্তব্য দেয়ার কিছু নাই আজ, শুধু একটা ম্যাসেজ দিতে চাই বেগম খালেদা জিয়াকে। ঐ কারাগারের অভন্ত্যরে যে আছেন, শেখ হাসিনা কিন্তু আপনাকে পাঠায় নাই। এতিমের টাকা আত্মাসাৎ করেছেন আর সেজন্য বিচারকরা তাকে জেলে পাঠিয়েছেন। বাসে আগুন দিয়েছেন , মানুষ পুড়িয়েছেন আর সেই প্রায়শ্চিত্ত করছেন আজকে আপনি। তওবা করেন বিএনপিরা। আল্লাহর কাছে তওবা করেন, মানুষের কাছে ক্ষমা ভিক্ষা চান। যে অপরাধ করেছেন তা আর কোনোদিন করবেন না। তাহলে আপনারা জনতার কাতারে এসে আবার দাড়াতে পারবেন।
যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের পাশাপাশি দলকেও শক্তিশালী করে তুলছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তিরত হয়েছে এবং বাংলাদেশ আওয়ামীলীগ সুপ্রতিষ্ঠিত দল হিসেবে গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী একটি নেতৃত্ব দিয়েছেন। আমাদের দুই নক্ষত্র সভাপতি ও সাধারণ সম্পাদক। তারই ধারবাহিকতায় প্রতিটি থানায় নেতৃত্ব তৈরি করছেন। তাই আজকের কাউন্সিলরবৃন্দদের কাছে অনুরোধ রাখবো সফলভাবে আজকের সম্মেলন শেষ করবেন এবং নতুন নেতা তৈরি করবেন। লক্ষ্য রাখবেন সেই নেতা অব্যশই ক্লিন ইমেজের নেতা হতে হবে এবং সেই নেতা অব্যশই হাইব্রিড নেতা হতে পারবে না। সেই নেতা অব্যশই তৃণমূলের থেকে উঠে আসতে হবে এবং ত্যাগী হতে হবে।
এসময় সদর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজিবর রহমান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন ভূইয়া সাজনু প্রমুখ।গোগনগর ইউনিয়নের যুলীগ সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা,সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আলীরটেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান , আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান।