সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (সিয়াম)
ভাষা আন্দোলনের অগ্র সৈনিক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরনোত্তর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ট সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সদস্য, সাবেক গণ পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সদস্য, প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহা সাহেবের ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবীর উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল্লাহ, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহম্মেদ বাবুল সহ প্রমুখ।