সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ৩ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় ওই অভিযানে গ্রেফতারকৃতরা হলো আনোয়ার হোসেন (৩২), গিয়াস উদ্দিন (৩২) ও আজিম হোসেন (৩০)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ১৩শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পলাতক আসামী আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বাস প্রতি দৈনিক ৮০ থেকে ১শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
কয়েকজন ভুক্তভোগী বাস চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১৩ শ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় উপরোক্ত ৩ সদস্যকে গ্রেপ্তারকরা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামী আনোয়ার হোসেনের নেতৃত্বে পরষ্পর যোগসাজশে অবৈধভাবে মদনপুর বাসষ্ট্যান্ড দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে বাস চালকরা অতিষ্ঠ।