সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় প্রায় ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রোববার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মোস্তফা কামাল (৫৫) ও মো. মিজানুর রহমান ওরফে মধু (৪৩) নামের দুই ব্যক্তিকে আটক করে র্যাব।
আটককৃত মোস্তফা কামাল ফতুল্লার ইসদারের মৃত নুরুল ইসলামের ছেলে এবং মিজানুর রহমান রাজধানী ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার গোলাম কিবরিয়া ওরফে মো. কাবের আলীর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় র্যাব-১০ এর নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, রোববার রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকার মোস্তফা কামালের বাড়িতে অভিযান চালায়।
তাদের কাছে থাকা একটি কার্টন থেকে দুইটি কাঁচের জার ভর্তি তরল ও চারটি কাঁচের জারে পাউডার জাতীয় সাপের বিষ জব্দ করা হয়। এ গুলোর মূল্য প্রায় ৭০ কোটি টাকা।
তিনি বলেন, এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্টু নামে আরও দুই চোরাকারবারি বাড়ি থেকে পালিয়ে গেছে। রোববার রাতেই ফতুল্লা মডেল থানায় পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন করেছেন র্যাব-১০ এর নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান।