সকাল নারায়ণগঞ্জঃ
আইন পেশায় ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২০১৮ এর পুর্ণমিলনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী সমিতির ব্যাচ-১৮ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন তরুণ আইনজীবীদের আইডল, ডিজিটাল বার ভবন বাস্তবায়নের রুপকার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ মােহসীন মিয়া বলেন, আইন পেশায় সবচেয়ে বড় মূলধন হলো নীতিবান হওয়া,তাই সবসময় নিজের নীতিটা ধরে রাখবেন।
এটি একটি সেবামূলক পেশা,তাই মানুষের সেবা করবেন এই পেশার মাধ্যমে। আপনি আল্লাহকে খুশি করতে চাইলে মানুষের সেবা করেন আর সেটা এই পেশার মাধ্যমে মানুষের উপকার করে। আপনার এই সময়টা খুব কঠিন, আপনাদের এই সময় একসময় আমরাও পার করে এসেছি। আপনাদের সময় থেকে আমাদের সময় আরো বেশি কঠিন ছিলাে।শুরুটা নেগেটিভ না নিয়ে পজিটিভ ভাবে নিন।
মন খারাপ করবেন না, কাজ শিখুন। চক্রাকারে ভালাে সময় আসবেই। চেষ্টা করবেন আরাে শিখতে।
যতশিখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনাদের জন্যে আমরা কাজ করে যাচ্ছি, কোনাে চিন্তা করবেন না।এ সময় অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান সহ ইসি কমিটির অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।