সকাল নারায়ণগঞ্জঃ
সরকার কতৃক উপহার এই পর্যন্ত ১২ তম ধাপে ৫ নং ওর্য়াডে ১০ কেজি চাল ও ২ কেজি আলু পেয়েছেন ২২৩১ জন পরিবার এবং শিশু খাদ্য পেয়েছে ৫৫ জন,ওএমএস কার্ড পেয়েছেন ৪৭০ জন ও মানবিক সহায়তায় কিউ কার্ড নগদ ২৫০০ টাকা ১৩৯০ জন পেয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওর্য়াডের কাউন্সিলর জি.এম.সাদরিল।
রোববার রাত ৯ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নাসিকের এই কাউন্সিলর এই তথ্য জানান। ৫ নং ওর্য়াডে করোনার সর্বশেষ পরিস্থিতি কেমন এই সম্পর্কে নাসিকের কাউন্সিলর সাদরিল বলেন,আমার ওর্য়াডে করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন।এর মধ্যে ২ জন মারা গেছেন।১ জন স্টোক করে মারা গেছেন আর ১ জন কিডনি জনিত রোগ ছিলো তার পজিটিভ কিন্তু মৃত্যুর ২-৩ দিন আগে তার নেগেটিভ আসে।আর বাকি ১২ জনের ফলাফল নেগেটিভ এসেছে তারা বর্তমানে বাসায় হোম কোয়ারেইন্টানে আছেন।
আল্লাহর রহমতে তারা এখন অনেকটা সুস্থ আছেন। সকলের কাছে অনুরোধ জানিয়ে কাউন্সিলর সাদরিল বলেন,করোনাকে ভয় নয় সচেতনতায় হবে জয়।আপনারা করোনা নিয়া লোকুচুরি করবেন না।এতে আপনার শুধু নয় আপনার পরিবারের ক্ষতি হবে।আমার করোনা হয়েছে এখানে লজ্জাবোধ পাওয়ার কিছুই নেই।
করোনার লক্ষন দেখা দিলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন।আসুন এখনি আমরা সচেতন হই,আপনি আমি সচেতন থাকলে আপনার আমার পরিবার সুরক্ষিত থাকবে।গুজবে কান দিবেন না বলে পরিশেষে তিনি সকলের কাছে বিনীত আহ্বান জানান।