সকাল নারায়ণগঞ্জঃ
মুক্তিযোদ্ধের সময় বাবা তার দুই বন্ধুকে পাঠিয়ে ছিলো আমাকে নরসিংদী ক্যাম্পে নিয়ে যেতে। আমি যাওয়ার সাথে সাথেই একটি অপরেশনে যেতে হয়েছিল। তখন বাবা আমার হাতে ৫ টাকা ও কপাঁলে একটি চুমু দিয়ে বলেছিল ‘পরে কথা হবে। তোমার মাকে আমার সালাম দিও।’
শনিবার রাতে এই প্রতিনিধির সাথে আলাপকালে বিশ্ব বাবা দিবসে মৃক্তিযোদ্ধা বাবার সাথে শেষ বারের স্মৃতি এ ভাবেই তুলে ধরেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী খোকন।
ছোটবেলায় বাবার স্মৃতিচারণে ওয়াজেদ আলী খোকন বলেন, বাবা একবার যখন দাদাকে দেখতে নরসিংদী রায়পুরা থানার জাহাঙ্গীর নগর এলাকায় যাচ্ছিলেন। তখন এক কাঁধে আমাকে, আরেক কাধেঁ বন্দুক নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওয়াজেদ আলী খোকন বলেন, আমি আমার বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার সব কাজে, আমার বাবাই আমার বন্ধু।
যার বাবা নেই, সেই বুঝে তার অভাব কী? আমি আমার ৮ বছর বয়সে, মুক্তিযোদ্ধের সময় বাবাকে হারিয়েছি। আমি যেমন একদিকে গর্বিত আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। অপরদিকে বাবার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া দুঃখি সন্তান। আমারও বাবা হওয়ার অনুভূতি ২৪ বছর আগের। আমার প্রথম সন্তান জন্ম গ্রহন করার সময়েই বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছি বাবা হওয়ার দায়িত্ব-কর্তব্য কী? আমি যা পাইনি আজ আমার সন্তানেরা তা পাচ্ছে। আজ, জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। সে হিসেবে রোববার (২১ জুন) বিশ্বের প্রায় ৭৪টি দেশে পালিত হচ্ছে বাবা দিবস।