সকাল নারায়ণগঞ্জঃ
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে “এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নে স্বপ্নবাজ তরুণদের উদ্যোগে গঠিত হল একটি সংগঠন বারদী জনকল্যাণ পরিষদ।
শনিবার (২০ জুন) সকাল ৯ টায় এই সংগঠনটির শুভ উদ্ধোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক। নারায়ণগঞ্জ জেলা প্রবাস ও প্রবাস ফেরত কল্যান পরিষদ সোনারগা থানার সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়ে সংগঠনটি গঠিত হয়।
সংগঠনটি রক্তদান সহ সমাজের বিভিন্ন অসঙ্গতি সহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শুভ উদ্বোধন করা হয়। বারদী জনকল্যাণ পরিষদের ৩৩ সদস্যের একটি কমিটি করা হয় তানজিল হক সমন্বয়ক। দেলোয়ার হোসেন দিলু কে সহ-সমন্বয়ক সহ বাকি সদস্যদের কে কার্যনির্বাহী সদস্য হিসাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। গাছ,মাক্স,সাবান বিনামূল্যে বিতরণ ও জীবাণুনাশক স্প্রে প্রয়োগ মাসব্যাপী তাদের কর্মসূচি হাতে নিয়ে বারদী জনকল্যাণ পরিষদের যাত্রা শুরু হয়।
ইউএনও সাইদুল বলেন,অত্র নতুন সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করবে।সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করবে।সেচ্ছাসেবীদের আমার অনেক ভালো লাগে।সব সময় আমি তাদের সার্পোট করি।আমি বলতে চায় এরুকম সেচ্ছাসেবী সংগঠনের পাশে আমি সব সময় আছি।আর অত্র সংগঠনটি আমার ভালো লেগেছে আমি তাদের পাশে সব সময় আছি।
চেয়ারম্যান জহিরুল হকের সাথে কথা বললে তিনি বলেন,কিছু গুনগত ছাত্ররা এই সংগঠনটি তৈরি করেছে।তারা সামাজিক যত প্রকার কাজ আছে সব করবে।আমি তাদের সার্বিক সহযোগিতা করবো এবং তাদের মধ্যে উদ্দিপনা জাগাবো।
তারা এমন একটি ভালো উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পরিশেষে সংগঠনটি সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হককে আমাদের সর্বাত্মক সহযোগীতা করার জন্য ধন্যবাদ।