সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪৫ জন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার (১৯ জুন) এই তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।