সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জে সর্বপ্রথম কোন নারী কাউন্সিলের সহযোগিতায় কিছু তরুন যুবক ও নারীদের সার্বিক সহোযোগিতায় ৪ টি সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
ওই ৪ টি সেচ্ছাসেবক টিম গঠন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওর্য়াডের কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
এই ৪ টি সেচ্ছাসেবক টিম দূর্যোগ কালীন সময়ে ত্রান বিতরন, এলাকায় স্বাস্হ্য সেবা প্রদান ও অনাকাঙ্ক্ষিত মৃত ব্যাক্তির শরীয়ত সম্মত দাফন, গোসল, কাফন পরিধান ও স্বনাতন ধর্মাবলম্বীদের সৎকার সহ সকল ধরনের কাজ করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিক কাউন্সিলর দিনা জানানঃ
প্রিয় ৭ .৮ ও ৯নং ওয়ার্ড বাসী আপনার সবাই অবগত আছেন সমস্ত পৃথিবী আজ করোনা নামক এক ভাইরাসে স্তব্ধ।নারায়ণগঞ্জে এর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। কারন নারায়ণগঞ্জ একটি শিল্প প্রতিষ্ঠান সম্পন্ন জেলা।বিশেষ করে আমার নির্বাচিত ৭ ও ৮ নং ওয়ার্ড এ প্রচুর শিল্প প্রতিষ্ঠান। তাই আমার নির্বাচিত এলাকায় সবাইকে এই করোনা ভাইরাস মোকাবেলায় আমার তিনটি ওয়ার্ড এর কিছু সৎ, সাহসী স্বইচ্ছায় স্বেচ্ছাসেবা দিবে এমন কিছু তরুন যুবক ও নারীদের সার্বিক সহোযোগিতায় মোট ৪ টি টিম গঠন করা হয়েছে।দূর্যোগ কালীন সময়ে পুরুষ টিম ত্রান বিতরন, এলাকায় স্বাস্হ্য সেবা প্রদান ও অনাকাঙ্ক্ষিত মৃত ব্যাক্তির শরীয়ত সম্মত দাফন, গোসল, কাফন পরিধান ও স্বনাতন ধর্মাবলম্বীদের সৎকার এর জন্য সর্বদা আপনাদের সেবায় প্রস্তুত।
এছাড়াও আমার মহিলা টিম দূর্যোগ কালীন সময়ে গর্ভবতী নারীদের স্বাস্হ্যসেবা দেওয়ার জন্য এবং কোন নারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে তাকে গোসল ও কাফন পড়ানো সহ সার্বিক সহোযোগিতা করতে যে কোন মুহুর্তে প্রস্তুত থাকবে।শুধু আমার ওর্য়াডে নয় যেকোনো ওর্য়াডে আমার টিম পৌছে যাবে আপনাদের সহায়তা করার জন্য।তিনটি ওয়ার্ড এর টিমে প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে।আল্লাহ না করুক আমি যদি অসুস্হও হয়ে পড়ি আমার এই টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।
এদিকে দিনার সাথে যোগাযোগ করা হলে দিনা জানান,আপনাদের এই মহামারীতে সাহায্য করার জন্য আমি ৪ টা সেচ্ছাসেবক দল গঠন করেছি।শুধু আমার ওর্য়াডে নয় প্রত্যেকটি ওর্য়াডে সেবা দিয়ে যাবে।আপনারা ভয় পাবেন না আমি দিনা সব সময় আপনাদের পাশে আছি।ইনশাআল্লাহ আপনারা আমাকে বা আমার টিমের কাউকে কল দিলে আপনাদের দাড়প্রান্তে পৌছে যাবে।