সকাল নারায়ণগঞ্জঃ
করোনা সঙ্কটে কর্মহীন হয়ে পড়া পাচঁশত ঘরবন্দী মানুষকে খাদ্য সহায়তা দেয়ার পর দ্বিতীয় বারের মতো আরও প্রায় তিন শতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন হৃদয় গ্রুপের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান।
এছাড়াও একশত মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও বিতরণ করেন তিনি।
শুক্রবার (২২ মে) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার লালখাঁ এলাকায় নিজ বাসভবনের সামনে তিনি এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় হৃদয় গ্রুপের চেয়ারম্যান তৈয়বুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য। সুতরাং মানুষ হয়ে মানুষের বিপদে আপদে হাত গুটিয়ে বসে থাকা সামর্থ্যবান মানুষের কাজ নয়। এ জন্য আমি ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষগুলোর পরিবারের পাশে সাধ্যনুযায়ী থাকার চেষ্টা করছি।
একই সাথে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। আগামীতেও একইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ সময় তৈয়বুর রহমানের পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী নারগিস রহমান, ছেলে রাফিদুর রহমান হৃদয়, মেয়ে তামান্না রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তফা কামাল, মেয়ের জামাতা লিটন হোসেন।
এছাড়া স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন-স্থানীয় সাবেক ইউপি সদস্য হাজী মোক্তার হোসেন, আনোয়ার মাষ্টার, আবুল হোসেন, আমির হোসেন, দুলাল আহামেদ, মজিবর, মঞ্জু প্রমুখ।