সকাল নারায়ণগঞ্জঃ
চাঁদ দেখার ভিত্তিতে রবি অথবা সোমবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের পুরো একমাস রোজা পালন করে ঈদের জামাত আদায়ের পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে এবার রোজার ঈদের দিন মুছুল্লিদের ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে স্বাস্থ্যবিধি; সুরক্ষা ব্যবস্থা মেনে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার।
সে মোতাবেক কদমরসুল দরগাহ শরীফের মোতওয়াল্লি কমিটির উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ধর্ম মন্ত্রণালয় দেয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে মোতয়াল্লি কমিটির সভাপতি খাদেম মোঃ জামাল আব্দুল নাছের মিয়া (শাহীন) জানিয়েছেন।
মোতয়াল্লি কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ মিয়া জানান, এবার ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফ সমজিদে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ঈদ জামাত সকাল ৭.৪৫ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন কদমরসুল দরগাহ্ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শরীফউল্লাহ শাহীন। দ্বিতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন নবীগঞ্জ ইসলামী আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ছফিউল্লাহ।
ঈদের জামাতে শরিক হতে স্বাস্থ্যবিধি মানে ধর্ম মন্ত্রণালয়ের শর্ত মতো মুছুল্লিদের সবাই নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে প্রত্যেকে নিজের বাসা থেকে ওজু করে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই মাস্ক পরে ঈদের জামাতে অংশ নিতে মসজিদে যেতে এবং সামজিক দূরত্ব অনুসরণে দাঁড়িয়ে নামাজ আদায়ের আহব্বান করেছেন মোতয়াল্লি কমিটির কোষাধক্ষ্য গোলাম রসুল রনি।