সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক বলেন, বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাউকে ভোলেনি। তিনি সবার কথা চিন্তা করেন। এই মুহূর্তে তিনি প্রতিটি সেক্টরের বিষয় নিয়ে ভাবছেন।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য নগদ অর্থ উপহার পাঠিয়েছেন, গ্রাম পুলিশদের সুরক্ষা সামগ্রী ও এই করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য নগদ অর্থ উপহার পাঠিয়েছেন এবং সদর উপজেলাধীন ৯টি কোওমি মাদ্রাসা’ জন্য ১০ হাজার টাকা করে পাঠিয়েছেন। আমরা এগুলো আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি।
মঙ্গলবার ( ১৯ মে ) দুপুরে, প্রতিবন্ধী, কোওমি মাদ্রাসা ও গ্রাম পুলিশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া ফিরোজ আহমেদ খান ও গ্রাম পুলিশের সদস্যরা।