সকাল নারায়ণগঞ্জঃ
বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের যুদ্ধে এক লড়াকু নারী সৈনিকের নাম ইউএনও নাহিদা বারিক। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলছেন প্রতিনিয়ত। এর কারন একটাই করোনা ভাইরাসের মরণ থাবা থেকে সাধার মানুষকে বাঁচাতে হবে।
তাই তিনি মানুষের পাশে থেকে লড়াই করে যাচ্ছেন এই করোনা যুদ্ধে। যেখানেই অসহায় মানুষের ন্যূনতা সেখানেই তিনি হাজির, হউক দিন কিংবা রাত।
তারিই ধারাবাহিকতায় সোমবার ( ১৮ মে ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ১’শ মেয়েদের হাতে শিশু খাদ্য তুলে দেন। তবে এটা ছিল মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার।
একশ মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলা’র নামটাই ইউএনও নাহিদা বারিক। শুধু এটা নয় এমন আরো অনেক কার্য করে যাচ্ছেন তিনি। এই করোনা পরিস্থিতিতে সরকারে কার্যক্রম গুলো সঠিকভাবে বাস্তবায়িত করায় তার মূল লক্ষ্য। শেখ হাসিনার বাংলাদেশক্ষুধা হবে নিরুদ্দেশ।