সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
চিঠি দিয়ে ২ লাখ টাকা দাবী ঘটনায় জড়িত সন্ত্রাসী বিপ্লব অস্ত্রগুলি, ইয়াবাসহ গ্রেফতার।
চাঁদাবাজির ঘটনার মুল হোতা সন্ত্রাসী বিপ্লব হোসেন(৩২), পিতা- নজরুল ইসলাম @ মন্টু, সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা-যশোরকে পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশ মোতাবেক ডিবি’র অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৭/০৫/২০২০ ইং তারিখ পুলেরহাট (রাজগঞ্জ ষ্ট্যান্ড) হইতে রাত ০০.৩০ ঘটিকার সময় অস্ত্রগুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে ।
উদ্ধারকৃত অস্ত্রগুলি ও ইয়াবা সংক্রান্তে কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা রুজু করায় হয় ১। কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৫(৫)২০২০ ধারা- অস্ত্র আইনের ১৯ এ ২। কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬(৫)২০২০ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা : ১। মোঃ বিপ্লব হোসেন(৩২), পিতা- নজরুল ইসলাম @ মন্টু, সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত : (১) ০১(এক)টি মোবাইল সেট।(২) ০১(এক) টি কালো রংয়ের দেশীয় তৈরী পিস্তল (ওয়ান শুটারগান)। (৩) ০১(এক) রাউন্ড পিস্তলের গুলি । (৪) ১০০ (একশত) টি লালচে বর্ণের মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট। (৫) ০১(এক)টি লাল রংয়ের রেজিঃ বিহীন ডায়াং-৫০ মটরসাইকেল।