সকাল নারায়ণগঞ্জঃ
দুনিয়ার বুকে ছড়িয়ে পড়া মরণব্যাধি নোভেল করোনা ভাইরাস এর দূর্যোগ মোকাবেলায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক ঝাঁক তরুণ সর্বদা মানুষের সেবায় নিয়জিত রয়েছে। তারা নির্ভীক ছাত্র ও যুব সংগঠন নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলে এই সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের সেবা করে যাচ্ছে।
কখনো ত্রাণ নিয়ে হাজির হচ্ছে অসহায়দের ঘরে আবার কখনো মশক নিধন কর্মসূচী করছে সমাজের মানুষের জন্য।
শনিবার (১৬ মে ) বিকালেও নির্ভীক ছাত্র ও যুব সংগঠনের তরুণ নেতৃবৃন্দরা ১৫০ টি অসহায় পরিবারে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।
করোনা যুদ্ধে হারনামানা তরুণ’রা হলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেন্টু’র সুযোগ্য পুত্র মো. নাজিব মাহমুদ সপ্নীল, সংগঠনের অন্যান্য সদস্য মো. কিবরিয়া, মো. শাহিন, মো. রাসেল, মো. রনি, মো. রুবেল, মো. রনি-২, জনি, সায়েম, হৃদয়, মুরাদ, নাহিদ, রবিন, বুলবুল,সোলাইমান,ওয়াসিম,শাহজালাল,শাকিল ও হাসান।