সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনাভাইরাস পরিস্থিতিতে মার্কেট খোলার অনুমতি দেয় সরকার। কিছু নিয়ম কানুন ও সময় উপেক্ষা করে মার্কেট কমিটিকে মার্কেট খোলার অনুমতি দেয় সরকার।
সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে। যারাই মার্কেটে প্রবেশ করবে তাদেরকে হাত ধুয়ে মার্কেটে প্রবেশ করতে হবে ও দুরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জ চাষাড়ার সমবায় মার্কেট সহ সকল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। মার্কেট গুলোতে প্রচুর জনসমাগম দেখা যায় বলে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সরকার এর নির্দেশ ও নিয়মাবলি মেনে না চলার কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপে রুপ নিতে পারে। মার্কেট গুলোতে জনসমাগম হলে করোনার ঝুকি বাড়তে পারে। তাই সকলের জনসমাগম এড়িয়ে ও দুরত্ব বজায় রেখে মার্কেটগুলোতে কেনাকাটা করা উচিৎ।