সকাল নারায়ণগঞ্জঃ
দেশের এই ক্লান্তিময় সময়ে কর্মহীন গৃহবন্দি হয়ে যাওয়া নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন সোনারগাঁ বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান হাজী ডাঃ এম এ রউফ।
মঙ্গলবার (১২ মে) বৈদ্যের বাজার ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাতভাইয়া পাড়া ও নতুনগ্রাম এলাকায় উপজেলার ইউএনও সাইদুল ইসলামের স্পেশাল ১০০ প্যাকেট কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে নিজ হাতে এ খাদ্য বিতরণ করেন তিনি। ত্রান বিতরণে এসময় উপস্থিত ছিলেন,হাজী মোঃ শফিউদ্দিন ভূইঁয়া;মোশাররফ মেম্বার; মোঃআবুল হোসেন মেম্বার ;মোঃআবুল হোসেন মোল্লা ; শাহাবুদ্দিন মিস্ত্রি;মোঃ কাউসার; খবির হোসেন; জনাবা ঊর্মি আক্তার;ঝর্না আক্তার; রনি মোল্লা ;আদর মোল্লা; খোকন, স্বপনসহ এলাকার আরো গন্নমান্য ব্যক্তিগন।
এ সময় চেয়ারম্যান হাজী ডাঃ এম এ রউফ বলেন,করোনাপরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দুস্থদের মাঝে ইউএনও সাইদুল ইসলামের ১শ স্পেশাল প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। এরুকম অনেকে আছে খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়।
সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো চেষ্টা করেছি নিজ এলাকার মানুষের পাশে দাড়াতে। আমি সব সময়ই এসকল অসহায় মানুষদের পাশে আছি এবং থাকবো । পরিশেষে তিনি বিত্তবানদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন,যে চলুন এগিয়ে আসি সমাজের মেহনতী মানুষের পাশে। আজকে আমরা আগামীকাল আপনি। তাহলে ভালো থাকবে দেশের মানুষ। তাহলে ভাল থাকব আমরা আপনারা ও আমাদের সোনার বাংলাদেশ।