সকাল নারায়ণগঞ্জঃ
“কৃষক বাচলে দেশ বাঁচবে”এই স্লোগানকে সামনে রেখে দুই কৃষক মো: মজিবুর এবং মো: রাকিবের দুই বিঘা ধান কেটে মাড়াই করে তাদের মুখে হাসি ফুটিয়েছে আড়াইহাজার ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৯ মে) সকালে উপজেলার গহরদী গ্রামে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, মানবতার ফেরিওয়ালা জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইয়ের অনুপ্রেরনায়, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল এর নির্দেশনায় ও হাজ্বী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের উদ্যেগে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় তারা ওই অসহায় কৃষকের ধান কেটে দেন।
কৃষকরা বলেন,উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি দারুণ খুশি। সংকটের সময় তাদের এ সহায়তা আমার মনে থাকবে।তারা যেনো সব সময় মানবতার উপকার করে আমি দোয়া করি।
আড়াইহাজার ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল বলেন,দেশের এ দূর্যোগময় সময়ে একজন কৃষক টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পারছেনা। আবার অনেক কৃষক শ্রমিক না পেয়ে পাকা ধান কাটতে পারছেনা। আর আমাদের দেশের কৃষকরা ঘরে ধান তুলতে না পারলে আমরা ভাত খেতে পারবনা। দেশে দেখা দিবে দুর্ভিক্ষ। তাই আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে যতটুকু সম্ভব কৃষকদের ধান কাটতে সাহায্য করছি।
তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা এর আগেও বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিয়েছে। আজ দুই কৃষকের ধান কাটতে এসেছি।কৃষকদের মুখে হাসি ফুটাতে পেরে অামরা অানন্দিত।আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ধান কাটায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক বৃন্দ মো: জসিম উদ্দিন ,মো:লাফিজ ,শোয়েব ,নির্জল উপজেলা ছাত্রলীগ সদস্য :আসাদ উল্লাহ ,ভিপি শরিফ ,অপু বিপ্লব ,তপু ছাত্রলীগ নেতা আদনান রুবেল সহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো:সবুজ মোল্লা ,সাধারন সম্পাদক মো:শাকিল আহমেদ ,এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো :মোস্তফা:এবং সাধারন সম্পাদক মিলন সহ নেতৃবৃন্দ।