সকাল নারায়ণগঞ্জঃ
বকেয়া বেতনের দাবি চাষাড়া চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গার্মেন্ট কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (৭ মে) বিকেল চারটার দিবে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আলপাইন নীট ফেব্রিক্স নামক গার্মেন্টস কর্মীরা এই বিক্ষোভ করে।
বিক্ষোভকালে শ্রমিকেরা চাষাড়ার বিজয় স্তম্ভের কাছের সড়কের উপর অবস্থা নিয়ে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি, ২ মাস ধরে গার্মেন্টটি বেতন পরিশোধ করছে না। একাধিকবার আশ্বাস দিলে মালিক পক্ষ কথা রাখেনি।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও সদর থানা পুলিশ শ্রমিক দের নানাভাবে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে, দুই ঘণ্টা পর মালিক পক্ষ বেতন পরিশোধে লিখত অঙ্গিকারনামা দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।
শ্রমিকদের দাবি, দুই মাসের বেতন বকেয়া রেখে গত ২৫ মার্চ কারখানা বন্ধ করে দেন মালিকপক্ষ। এরপর কয়েক দফায় বেতন দেয়ার কথা বলেও কথা রাখেনি মালিক পক্ষ।Attachments area