সকাল নারায়ণগঞ্জঃ
ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাম্প্রতিক ঘাতক ব্যাধি করোনা ভাইরাস, বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল, মাদক, মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ মার্চ) ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক ঘাতক ব্যাধি করনো ভাইরাস কোনো আতঙ্কের বিষয় না, এর থেকে সচেতন থাকলেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। বাবা-মা’দের প্রতি অনুরোধ বাল্যবিবাহ দিয়ে সন্তানের ভবিষ্যত নষ্ট করবেন না। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাদের প্রতি লক্ষ রাখবেন তারা যাতে কোনো বাজে দিকে না যায়।