1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ বন্দরে আতাউর রহমান মুকুল সাহেবের উপর হামলা, মোমেন ইসলাম- নিন্দা ও ক্ষোভ প্রকাশ বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী

শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১ মার্চ, ২০২০
  • ২৩৯ Time View
শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)
শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো এই পুলিশ বাহিনী। ২০১৪ সালে আগুন সন্ত্রাসের সময়  বুক চিতিয়ে মোকাবেলা করেছিলেন আমাদের পুলিশ বাহিনীর ভাইয়েরা। তা নাহলে দেশ আজকে আফগানিস্তান বা পাকিস্তানে বা এর থেকেও খারাপ অবস্থানে চলে যেতো। সেই দিনগুলোর কথা মনে করেই আজকের এই অনুষ্ঠান। 

এখনো আমাদের মাদক সন্ত্রাস থেকে শুরু করে অন্যান্য সন্ত্রাসগুলো প্রথম সামনে থেকে প্রতিহত করে পুলিশ। অনেকে অনেক সমালোচনা যাই করুক না কেন, আত্মত্যাগও কিন্তু আমার পুলিশ ভাইয়েরাই করে। তাদের জন্যেই আজকের এই আয়োজন। রবিবার(০১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন একথা বলেন।

শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

তিনি বলেন, আমরা প্রায়ই দেখি বক্তৃতায় অনেক ভালো ভালো কথা বলি কিন্তু কাজের বেলায় আমাদের সদস্যদের জন্য তা দেখাতে পারি না। এরপরই যখন ঐ সদস্যের কথা উঠে ফাইল এমন ঘুরানো ঘুরাই অথবা দরজা এমনভাবে আটকিয়ে রাখি তখন সেই শ্রদ্ধাই আর সে পায় না। তখন মনে করে সে জায়গায় না যাওয়াই ভালো ছিলো।  সে জায়গায় যেন আমরা না থাকি। 

শুধু এক যুদ্ধে নয় বহু যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো পুলিশ বাহিনী- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এসময় উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL