সকাল নারায়ণগঞ্জঃ
নোয়াখালীর বালিয়াধর, দেলিয়াই বাজার, চাটখিল এলাকার মৌ চাষি মোঃ আব্দুল আলী শিমুল। বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ ২৫ বছর যাবত করে আসছেন মধু বিক্রি। খেতে স্বু-স্বাদু ও দামে সস্তা আব্দুল আলীর মধুর এলাকায় চাহিদা রয়েছে ব্যাপক।
তার মৌ খামারের মৌমাছিরা মধুই দিচ্ছে না, সরষের এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে ফুলের পরাগায়ন ঘটিয়ে পার্শ্ববর্তী সরষে ক্ষেতের উৎপাদনও বাড়িয়ে দিচ্ছে ১৬ থেকে ২০ শতাংশ। শুধু সরিষা না তার পাশাপাশি তিনি কালোজিরা এবং বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে আসছেন তিনি।
সফল এই মৌচাষি অংশগ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক এসএমই মেলায়। মেলার সমাপনী দিনে মেলা সম্পর্কে জানান, মেলার আয়োজন ভালো ছিলো তবে জায়গাটা একটু পিছনে পরায় বিক্রি কম হয়েছে। তবে প্রথম দিন থেকে শেষ দিনের বিক্রিটা বেশি হ য়েছে। এরকম মেলা আরো দরকার তাহলে আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।
তিনি আরো জানান,এখন তার স্বপ্ন সরকারিভাবে মৌমাছি চাষে পৃষ্ঠপোষকতা কিংবা বিনা সুদে ঋণ পেলে আরও বড় পরিসরে মৌমাছি পালন করতে পারবেন। অবদান রাখবে দেশ ও জাতির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে।