সকাল নারায়ণগঞ্জঃ
০৬ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১০ টা থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সকল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রীন আই হসপিটালের তত্ত্বাবধানে বিনামূল্যে চোখ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মো: মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির গনমাধ্যমে বিষয়ক সম্পাদক ডি এম মাঈনউদ্দিন দেওয়ান, গ্রীন আই হসপিটালের ডাক্তার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।