সকাল নারায়ণগঞ্জ:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মাদ্রাসার এতিম ছাত্রদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ জোহর সিদ্ধিরগঞ্জ গোদনাইল ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড সংলগ্ন মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
পরবর্তীতে মধ্যাহ্নভোজের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।