সকাল নারায়ণগঞ্জঃ
মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দিনব্যাপী ‘বিজয়শ্রদ্ধা’ কর্মসূচি সমাপ্ত হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ মাহফিল, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণের পর ১৭ ডিসেম্বর সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলানায়নে ‘বিজয়শ্রদ্ধা’ কর্মসূচির সমাপ্তিপর্বে সভঅপতিত্ব করেন চেয়ারম্যান মোমিন মেহেদী।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত তারুণ্যের বিজয় এসেছে কেবল লোল- মোহহীন নিরন্তর দেশপ্রেমের কারণে। নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীদেরকে সেই দেশপ্রেম ধারণ করে অপরাধ-দুর্নীতি-সন্ত্রাস-দ্রব্যমূল্যবৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধে থাকতে হবে। আর এজন্য চাই নীতির রাজনীতি চর্চা।