সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি মো: শাহিনূর রহমান শাহীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলেন, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে দেশের সর্বস্তরে বৈষম্যহীন আদর্শ বাস্তবায়ন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে ক্ষমতায় থাকা দলগুলো প্রশাসনকে দলীয় ক্যাডারে পরিণত করেছে এবং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ।
আজ ১৫ ডিসেম্বর, রবিবার, সকাল ১১:০০টায় সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।