1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে আজকে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র‍্যালী - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ বন্দরে আতাউর রহমান মুকুল সাহেবের উপর হামলা, মোমেন ইসলাম- নিন্দা ও ক্ষোভ প্রকাশ বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন  জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চ নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও মোগরাপাড়া চৌরাস্তায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসপির অংশগ্রহণ  মুসলিম ভূখন্ডে ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে আজকে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র‍্যালী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগ‌ঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হ‌য়ে‌ছে।  
বৃহস্প‌তিবার (১২ ডিসেম্বর) সকা‌লে কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন ও সদস্য সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে র‌্যা‌লি‌তে সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড, ফতুল্লা থানার ৫টি ইউনিয়নসহ আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও থানার কৃষক দলের শত শত নেতাকর্মীরা রাজপথ শ্লোগানে শ্লোগানে মুখরিত রাখে। বর্ণাঢ‌্য এই শোভাযাত্রা‌টি মিশনপাড়া এলাকা থে‌কে শুরু হ‌য়ে চাষাড়া বিজয়স্তম্ভ ঘু‌রে বঙ্গবন্ধু সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে পূনরায় চাষাড়া বিজয়স্ত‌ম্ভে যে‌য়ে শেষ হয়।

এর আগে ‌মিশনপাড়া মো‌ড়ে এক সং‌ক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাত বক্ত‌ব্যে ব‌লেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষকবান্ধব একজন জননেতা। এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

তি‌নি আরো ব‌লেন, বিগত ১৫ বছর বি‌ভিন্ন আন্দোলন সংগ্রা‌মে কৃষক দল অংশ নি‌য়ে‌ছে। আমা‌দের অসংখ‌্য নেতাকর্মী জেল খে‌টে‌ছে এবং সারা দে‌শে প্রায় ১৫ থে‌কে ১৬ জন কৃষক নেতৃবৃন্দ নিহত হ‌য়ে‌ছে। বিগত ১৫ বছর আমরা ফ‌্যা‌সিস্ট সরকা‌রের হামলা মামলা নির্যাত‌নের শিকার হ‌য়েছি। আমা‌দের পা‌লি‌য়ে থাক‌তে হ‌য়ে‌ছে। যার কার‌নে আমরা কৃষত‌দের সা‌থে তেমনভা‌বে সম্পর্ক কর‌তে পা‌রি‌নি। বর্তমা‌নে দেশনায়ক তা‌রেক রহমান আমা‌দের দা‌য়িত্ব দি‌য়ে‌ছেন কৃষক‌দের সা‌থে সুসম্পর্ক গ‌ড়ে তোলার। তি‌নি সারা বাংলাদে‌শের প্রতি‌টি ইউনিয়‌নে কৃষক সমা‌বেশ করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। ইনশাআল্লাহ আগামী‌তে বিএন‌পি ক্ষমতায় আস‌লে আমরা তারু‌ন্যের অহংকার তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি কৃ‌ষিবান্ধব স্ব‌নির্ভর বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয়ে কাজ ক‌রে যা‌বো।

সভাপ‌তির বক্ত‌ব্যে জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন ব‌লেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

এসময় আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপ‌তি মোঃ স্বপন চৌধুরী, জেলা কৃষক দ‌লের যুগ্ম আহ্বায়ক আলম, সো‌হেল, নজরুল সহ জেলা কৃষক দ‌লের বি‌ভিন্ন ইউনি‌টের নেতৃবৃন্দ।

এছাড়াও উপ‌স্থিত‌ ছি‌লেন, ফুতুল্লা থানা কৃষকদলের আহবায়ক আমির হোসেন ব্যাপারী,সদস্যসচিব সুমন মিয়া৷ সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক তৈয়ম হোসেন ও সদস্যসচিব মো: মুন্না। সোনারগাঁও থানা কৃষকদলের আহবায়ক ফজলুল হক মেম্বার ও সদস্যসচিব বাবুল হোসেন। রুপগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক এড. নজরুল ও সদস্যসচিব আব্দুল মান্নান। আড়াইহাজার থানা কৃষকদলের আহবায়ক মো: আলমগীর ও সদস্যসচিব মো: সাইদুল।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL