বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জেলা আ’লীগের আলোচনা সভা ওদোয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং রেল গেট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৩ জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এবং শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরি বিরু,বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা মো.জসিমউদ্দিন,সদর থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীন সরকার,যুবলীগ নেতা মো.মামুন পাঠানসহ সদর, বন্দর ও ফতুল্লা থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।