আজ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন বাগমুছা গ্রামে অবস্থিত ‘সুবর্ণগ্রাম ঋষিপাড়া মন্দির পাঠশালা’য় ঋষি সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক মানুষের জন্য ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প–এর আয়োজন করা হয়েছে।
.
স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার। অন্যান্যদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, ‘সুবর্ণগ্রাম ঋষিপাড়া মন্দির পাঠশালা’র সভাপতি লেখক শংকর প্রকাশ, সাংবাদিক গাজী আলমগীর, আতিকুর রহমান মিঠু প্রমুখ।
‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার স্বাস্থ্যসেবা নিতে আসা ঋষিপাড়ার উপস্থিত নারী–পুরুষ–শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার, আমার স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, অসুস্থ হলে আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
.
এছাড়াও এর আগে মায়াদ্বীপের জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র ১৩০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’ এবং ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর যৌথ উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছিল।