ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে হামলা মামলা ও গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার ( ১০ ডিসেম্বর ) সকালে রাজধানীর গোলাপবাগ স্টেডিয়াম প্রাঙ্গণে ঢাকা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয় । ভোর সকাল থেকেই জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খিলগাঁও শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে এসে জড়ো হতে থাকে।
পরে সকাল দশটার দিকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মাঠায় লাল- সবুজ ক্যাপ এবং হাতে হাতে ব্যানার-ফেষ্টুনে সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তির চাই স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে অংশগ্রহণ করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার বেগম প্রমুখ।