প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মেয়াদ বার বার বৃদ্ধি না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ- একনেক সভায় তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ডলার সংকটে ব্যয় বাড়ছে তৃতীয় সাব মেরিন প্রকল্পে। ৩৬২ কোটি টাকা বেড়ে, পুরো প্রকল্পে এখন ব্যয় দাঁড়াচ্ছে ১ হাজার ৫৫ কোটি টাকা। মূল প্রকল্প বরাদ্দ ছিল ৬৯৩ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছিল।
সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি মাসে মূল্যস্ফীতি কমবে। সাথে বাড়বে রিজার্ভের পরিমাণ। আর চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির হার হবে ন্যূনতম ৭ ভাগ।