বন্দরে অবৈধভাবে ইটভাটা স্থাপন কার্যক্রম পরিচালনা ও পরিবেশ দূষণের অভিযোগসহ নানা অনিয়মে তিন ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো বাবা-মায়ের দোয়া ব্রিক ফিল্ডস, চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডস এবং আল্লাহর দান ব্রিক ফিল্ডস।
শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বাবা-মায়ের দোয়া ব্রিক ফিল্ডস কে ১ লাখ টাকা, চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডস কে ১ লাখ টাকা এবং আল্লাহর দান ব্রিক ফিল্ডস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এই তিনটি ব্রিক ফিল্ডস তাদের প্রস্তুত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে মুচলেকা সম্পাদন করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন এবং শেখ মুজাহিদ ও পুলিশ সদস্যরা।