বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দন শীলকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় দেওভোগ হাজ্বী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় কাশীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
এসময় তিনি বলেন, শীতলক্ষ্যার তীরে অবস্থিত এ নারায়ণগঞ্জ শহর বহু আন্দোলনের সুতিকাগার, বহু আন্দোলনের স্বাক্ষী। এ নারায়ণগঞ্জ থেকেই জন্ম হয়েছিলো বাংলাদেশ আওয়ামী লীগের। গত ১৫ বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আর এতে করে দেশ শান্তিতেই রয়েছে। দল যদি ক্ষমতায় না থ্কে তাহলে যারা উশৃংখল, হাইব্রিড তাদের খুঁজে পাওয়া যাবেনা। আমরা উশৃংখলা, অশান্তি চাইনা। দেশ উন্নত হয়েছে। খালেদার মত পুড়িয়ে ছাড়খাড় করিনি। ঐসব দৃশ্য দেখে, শেখ হাসিনা বলেছেন, আমি ক্ষমতা চাইনা আপনারা এসব বন্ধ করুন। দলে কোন উশৃংখল, হাইব্রিডকে স্থান দিবেন না, যার আসলে দলের ভোট কমবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, কাশীপুর ২নং ওয়ার্ড এর মেম্বার ইমদাদুল হক খোকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান সাজন।