নারায়ণগঞ্জ সদরের মেট্রোহল এলাকার ট্রাফিক অফিসের সামনে রাত হলেই একদল মাদক ব্যবসায়ীকে দেখা যায় লেগুনা গাড়ি স্ট্যান্ড বানিয়ে এবং চায়ের দুকানগুলোর আড়ালে মাদক বিক্রি করতে।
জানা যায় কুমুদিনী এলাকা উচ্ছেদ হওয়ার পর মেট্রোহল ট্রাফিক পুলিশের অফিসের সামনে দিন রাত মাদক বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা।
উঠতি বয়সের তরুনরা মাদক সেবন করার জন্য করে বেড়াচ্ছে চুরি ও ছিনতাইয়ের মত জঘন্যতম অপরাধ। খানপুর হাসপাতালে আসা রোগীর স্বজনরা মেট্রোহলে পড়ছে ছিনতায়ের মুখে।
এইসকল মাদকসেবীরায়ামাদক সেবনের জন্য শহরের ডনচেম্বার,খানপুর,আমলাপাড়া, মিশনপাড়া,মেট্রোহল এলাকার রাতের আধারে করে বেড়াচ্ছে চুরি,ছিনতাই।
স্থানীয়দের দাবী,র্যাব,ডিবি,পুলিশ প্রশাসন যাতে অতিশীঘ্রই এইসকল মাদক ব্যবসায়ীদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহন করেন এতে সাধারন মানুস চুরি,ছিনতাই থেকে রক্ষা পাবে।