কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগারে অভিষেক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল্-আবেদী বলেন, ১২ রবিউল আউয়াল আসলে আমরা জশনে জুলুস পালন করি, খুশি উদযাপন করি। তার আগে আমাদের জানতে হবে নবীজী কেনো পৃথিবীতে এসেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীজী এ পৃথিবীতে এসেছেন। দ্বীন কি কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ? শুধুমাত্র নামাজ, রোযা, হজ্ব, যাকাতের মধ্যেই কি দ্বীন সীমাবদ্ধ ? না, দ্বীন হচ্ছে একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। নবীজী দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কতটুকু কষ্ট ও ত্যাগ স্বীকার করেছিলেন সেটা আমরা ভুলে যাই।
ইসলাম শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের ধর্ম। সকল কিছুর পূর্নাঙ্গ বিধান রয়েছে কোরআনে। যেটা নবীজী শিক্ষক হয়ে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। যদি রাসুলের আদর্শ পুরো সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে কোন অন্যায়, অপকর্ম, দূর্নীতি থাকতে পারেনা।
তিনি আরও বলেন, আমাদের এ দলের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে সমাজের প্রতিটি মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। তাই আগামী নির্বাচনে আমরা ৩০০টি আসনেই প্রতিদ্বন্ধিতা করবো।
২০১৮ সালের নির্বাচনে যারা এজেন্ট ছিলো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিলো। এখন থেকেই আমাদেরকে প্রম্তুতি গ্রহন করতে হবে। দ্বীনের জন্য নবীজী হিযরত করেছেন, আঘাতে জর্জরিত হয়েছেন, অস্ত্র ধরেছেন। সেই নবীকে খুশি করতে হলে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আমি হাজারো লক্ষ মুরিদ চাইনা। আমার ১০০ মুরিদ হলেই চলবে। যে কিনা দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিবে।
এর পূর্বে ইসলামিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির ঘোষনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি এ.এম.এম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এড. আবু নাছের তালুকদার, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম-মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, দপ্তর সম্পাদক মাওলানা মনির হোসাঈন, ইসলামিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাওছার, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান লিংকন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ সরদার, দপ্তর সম্পাদক সানী দেওয়ান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।