নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড লিংকরোড সড়কে এবং শহরের পঞ্চবটি থেকে জামতলা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বেড়েছে ছিনতাইকারীদের উৎপাত। আগে থেকেই এ ধরনের ছিনতাই চলতে থাকলেও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল ছিনতাইকারীদের দৌরাত্ম্য।
কিন্তু এখন আবারো নতুন করে পুরোদমে শুরু হয়েছে ছিনতাই। শুধু ছিনতাই করেই এখন ক্ষান্ত হয় না ছিনতাইকারীরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে চাষাঢ়া শান্তনা মার্কেটের সামনে থেকে ব্যাগে থাকা মোবাইল ফোন ও টাকা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন তিন নারী পকেটমার।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছেন, ১.বৃষ্টি আক্তার(১৯),পিতাঃরমজান আলী,স্বামীঃহাসান,ঠিকানাঃগলাচিপা চিতার বাড়ি।২.সাগরিকা (২০),পিতাঃমৃত জাহাঙ্গীর, স্বামীঃসৌরভ,ঠিকানাঃবাড়ীপাড়া শহীদ মিনার,বন্দর।৩.জান্নাত(১৮),পিতাঃরমজান আলী,ঠিকানাঃগলাচিপা বাইশ এর গলি,নারায়ণগঞ্জ।
তাদের পুলিশ জিজ্ঞাসবাদ করলে তারা জানায় দীর্ঘদিন যাবত তারা চাষাঢ়া এলাকায় মহিলাদের কাছ থেকে মোবাইল চুরি করিয়া আসিতেছে। কারো নিকট হতে চুরি করিয়াছে মর্মে কোন অভিযোগকারী পাওয়া যাইনি বিধায় পুলিশ ৫৪ ধারা মোতাবেক আসামীদের গ্রেফতার করেন।
এইসময় উপস্থিত জনগন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গনধোলাই দিয়ে তিন নারীকে সদর মডেল থানার পুলিশের নিকট সোপর্দ করেন।
জানা যায় শহীদ মিনারে থাকা কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এই চক্রটি সারা নারায়ণগঞ্জব্যাপি ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।