সকাল নারায়ানগঞ্জঃ আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২০-২১ কার্যকরী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ন দাখিল করেছেন এড. মাহাবুবুর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনী মনোনয়ন বোর্ডের কো-আহবায়ক এড. মাসুদ উর রউফ ও সদস্য সচিব অ্যাডভোকেট এস.এম ওয়াজেদ আলী খোকনের কাছে মনোনয়ন জমা দেন তিনি।
এছাড়াও একই দিনে মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদে মুহাম্মদ মহসীন মিয়া ও সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুত কুমার সাহা।
প্রসঙ্গত, রবিবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন থেকে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন।
নির্বাচন কমিশন প্রার্থীদের যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জানুয়ারি।মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২০ জানুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।