অভিনব কায়দায় মাদক দ্রব্য পাচারকালে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজারে একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ২৪-০১৫৮) তল্লাশী চালিয়ে ৬৭ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ সময় মো. ছায়েদ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ হতে ঢাকা অভিমূখে একটি ট্রাক থেকে মো. ছায়েদ মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৩।
এসময় তার স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের ভিতরে চালকের বাম পার্শ্বের ছিটের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ওই গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই ট্রাক, একটি মোবাইল ও নগদ দুই হাজার একশত ষাট টাকা জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ছায়েদ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে। সে
দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।